আবহাওয়াঃ আবহাওয়া হলো কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। সাধারণত এক দিনের এমন রেকর্ডকেই আবহাওয়া বলে।
সংক্ষেপে, কোন স্থানের স্বল্প সময়ের অর্থাৎ ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলে।
যেমন -শুষ্ক, ঝড়ো, শান্ত, মেঘলা আবহাওয়া ইত্যাদি।
জলবায়ু : কোন স্থানের দীর্ঘ সময়ের দৈনন্দিন আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। সাধারণত ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কেই জলবায়ু বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন