মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

আবহাওয়া ও জলবায়ু কাকে বলে?

আবহাওয়াঃ আবহাওয়া হলো কোনো স্থানের স্বল্প সময়ের বায়ুমণ্ডলীয় অবস্থা। সাধারণত এক দিনের এমন রেকর্ডকেই আবহাওয়া বলে। 
সংক্ষেপে, কোন স্থানের স্বল্প সময়ের অর্থাৎ ১ থেকে ৭ দিনের বায়ু, তাপ, বৃষ্টিপাত প্রভৃতির গড় অবস্থাকে আবহাওয়া বলে। 
যেমন -শুষ্ক, ঝড়ো, শান্ত, মেঘলা আবহাওয়া ইত্যাদি।

জলবায়ু : কোন স্থানের দীর্ঘ সময়ের দৈনন্দিন আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। সাধারণত ৩০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কেই জলবায়ু বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বাংলা সাহিত্য

#৪০৫_টি_বাংলা_সাহিত্যের অতি #গুরুত্বপূর্ণ প্রশ্ন #সবাই_শেয়ার_করে_রাখুন " 1. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ? ...